প্রতিনিধি,মানিকগঞ্জ:
মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সদর থানা আওয়ালীগ। বৃহস্পতিবার বেলা ১২টায় মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা গেছে, এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, মানিকগঞ্জ প্লান্ট স্থাপন’ প্রকল্প নামে মানিকগঞ্জের সদর উপজেলার জাগীর ইউনিয়নে ভূমি অধিগ্রহণের জন্য একটি উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু সরকারি অর্থ লোপাটের অপচেষ্টার অভিযোগে স্থানীয় জেলা প্রশাসনের হস্তক্ষেপে প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া স্থগিত হয় পরে। এই বিষয়ের উপর জাতীয় দৈনিকে সংবাদ প্রচার হলে জেলা প্রশাসকের বক্তব্যকে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা অশালীন ও কটুক্তি বলে মন্তব্য করেন। মাননবন্ধনে বক্তারা স্বাস্থ্যমন্ত্রীকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ ও অশালীন কটূক্তি করায় তীব্র প্রতিবাদ ও মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ এর দ্রুত অপসারণের দাবি জানান। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি- জামাতের সাথে আতাত করে একটি কুচর্ক্রী মহল মন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। দ্রুত আপসারণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এ সময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাবেক সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্রাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক খান তুষার, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল জলিল, জেলা যুব মহিলালীগের আহবায়ক রোমেজা আক্তার খান মাহিন, যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি, ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
আলোকিত প্রতিদিন/ ২৫ মে -২০২৩/মওম
- Advertisement -