নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর (১০,১১,১২ নং ওয়ার্ড) পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান কাউন্সিলর নাছিমা আকতার বকুল।
সোমবার বিকেলে পারিবারিক সদস্য এবং মান্যগন্য ব্যক্তিগণ সঙ্গে নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেনের হাতে তিনি মনোনয়ন ফরম জমা দেন। নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে নাছিমা আকতার বকুল বলেন, বিগত ৫ বছর মানুষের যে কোনো প্রয়োজনে ছুটে গিয়েছি। নাগরিক সেবা নিশ্চিত করেছি। মানুষের ডাকে রাত দুপুর চিন্তা করিনি। তিনি বলেন, করোনার দুঃখ সময়েও মানুষের পাশে দাঁড়িয়েছি। সাধ্যমতো খাদ্য সরবরাহ করেছি। মাঠে আছি। মাঠেই থাকব।
তিনি আরো বলেন, আগের মতো নির্বাচনে যাতে বিজয়ী লাভ করতে পারি সেজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
আলোকিত প্রতিদিন/ ১৫ মে -২০২৩/মওম