সকাল ৮:৫০ | রবিবার | ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মে ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই জিলকদ ১৪৪৪ হিজরি

সকাল ৮:৫০ | রবিবার | ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মে ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই জিলকদ ১৪৪৪ হিজরি

কবি সৈয়দ রনো’র কবিতা `ভাবের পদাবলী’

-Advertisement-

আরো খবর

ভাবের পদাবলী
.
ঈশ্বর বলে সৃষ্টি করো
পাকনা বৃদ্ধি মাখলুকাত
মানুষ থেকে হচ্ছে মানুষ
তাইতো মানুষ শ্রেষ্ঠ জাত।
.
আদেশ দিয়ে হে দয়ালু
কোথায় আছ লুকিয়ে
তোমায় পেলে ধন্য হতাম
ঋণের বোঝা চুকিয়ে।
.
তোমায় খুঁজে হই পেরেশান
জিকির তুলি মারহাবা
বেনামাজি লোকমা দিয়ে
বলছে ভেবে দিলকাবা।
.
আমি অধম ঘুমিয়েছিলাম
ঘুম ভাঙ্গালো আমায় ফের
জন্ম আমার আজন্ম পাপ
সুখের চেয়ে দু:খ ঢের।
.
ভন্ড লোকের কান্ড দেখে
কাঁপন তুলে রনোর বুক
স্রস্টা বিনে কেইবা দিবে
এই অধমের আসল সুখ।
.
.
.
খ.র
- Advertisement -
- Advertisement -

সর্বশেষ