মাইনুল হাসান মজনুঃ
বগুড়ার সারিয়াকান্দিতে কুতুবপুর ইউনিয়নে বড় কুতুবপুর নয়াপাড়া গ্রামের ভ্যান চালকের বাড়ীতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে মালামাল ভাংচুর ও জায়গা-জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। ভ্যান চালকের নাম শাহ মো: মোকবুল হোসেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা শাহীন খা,রব্বানী, লিপটন ও সাবেক চেয়ারম্যান গাজিউল হক জানিয়েছেন, গত শনিবার দুপুর ১টায় মো: মাহাফুজার,আব্দুস সামাদ,ওয়ারেছ সাকিদারের নেতৃত্বে প্রায় ১০/১২ জনের একটি দল সংঘবদ্ধ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভ্যান চালকের বাড়ীতে হামলা চালায়। এতে ঘরের টিনের বেড়া সহ বিভিন্ন মালামাল ভাংচুড় করে ব্যাপক ক্ষতিসাধন করা হয়। এছাড়াও পরে সংঘবদ্ধ দলটি টিউবওয়েল ও পায়খার স্থানসহ বসত ঘরের অর্ধেক অংশ জোড় পূর্বক দখল করে নেয়। এ ঘটনায় বর্তমানে পরিবার পরিজন নিয়ে শাহ মকবুল হোসেন দিশাহার হয়ে পরেছেন। মকবুল হোসেন জানান, আগে সে বাঁধে বসবাস করতো। প্রায় ১৮ বছর আগে ভ্যান চালিয়ে কষ্টে-শিষ্টে কুতুবপুর মৌজায় ৭৮৬ দাগে ৩ শতাংশ জমি ক্রয় করে জমিতে বসবাস করতে শুরু করেন। কিন্তু প্রভাবশালী মাহাফুজার রহমান প্রাং নিজের জায়গা দাবী করে মকবুলের জমি ওই দিন সন্ত্রাসী হামলা চালিয়ে দখল করে নেয়। তিনি আরো অভিযোগ করে বলেন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজনের প্রত্যক্ষ মদদে এই ঘটনা ঘটানো হয়।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন বলেন, ঘটনাটি আমিও শুনেছি। দুই পক্ষের সাথে কথা বলে মিমাংসা করার চেষ্টা করবো।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন বলেন, ঘটনাটি আমিও শুনেছি। দুই পক্ষের সাথে কথা বলে মিমাংসা করার চেষ্টা করবো।
- Advertisement -


