বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাত ১২টার পর ওষুধের দোকান বন্ধের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ২৫ আগস্ট বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে এ বিষয়ে অবগত করলে তিনি এ বিস্ময় প্রকাশ করেন। স্বাস্থ্যমন্ত্রী এই সিদ্ধান্তের বিষয়ে জানেন না বলে কর্মকর্তাদের জানান। মন্ত্রী ওষুধের দোকান বন্ধের সিদ্ধান্তের সঙ্গে স্ট্রংলি দ্বিমত পোষণ করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ।