8:01 am |আজ সোমবার, ৯ই জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | ২৩শে মে ২০২২ খ্রিস্টাব্দ | ২১শে শাওয়াল ১৪৪৩ হিজরি
প্রতিনিধি,বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে বেড়িবাঁধ নির্মাণ ও বিষখালী নদী খনন প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী করেছে আওয়ামীলীগ। ২০ এপ্রিল বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাকে অভিনন্দন জানিয়ে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম এর বাস ভবনের সামনে থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাপুরিয়া পট্টিতে এসে শেষ হয়। পরে সেখানে সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক বক্তব্য দেন। সভাটি সঞ্চালানা করেন উপজেলা যুবলীগের আহবায়ক মোজাম্মেল হক মোজাম। ১৯ এপ্রিল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্প দুটি অনুমোদন দেওয়া হয়। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে সাড়ে ৭ কোটি টাকা। অনুমোদিত প্রকল্পের আওতায় পানগুছি নদীর পশ্চিম পাড়ে সন্নাসী থেকে ঘষিয়াখালী এলাকা পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণ এবং বিষখালী নদীর ২২ কি.মি. জুড়ে পূনঃখননের কাজ করা হবে।
আলোকতি প্রতদিনি/ ২০ এপ্রলি ,২০২২/ মওম