8:45 am |আজ সোমবার, ৯ই জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | ২৩শে মে ২০২২ খ্রিস্টাব্দ | ২১শে শাওয়াল ১৪৪৩ হিজরি
রাশেদুজ্জামান তাওহীদ
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বাংলা বর্ষবরণ। বৃহস্পতিবার ১৪ এপ্রিল পহেলা বৈশাখকে কেন্দ্র করে কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রচ্ছদ, মেঠোজন, উদীচী ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে নানারকম পসরা সাজিয়ে চলছে গ্রামীণ বৈশাখী মেলা।
আলোকিত প্রতিদিন/ ১৪ এপ্রিল ,২০২২/ মওম