নীলফামারীর ডিমলা উপজেলায় হঠাৎ ঝড়, শিলাবৃষ্টি ও দমকা হাওয়া বয়ে গেছে।রবিবার বিকেলে উপজেলা সদরসহ বিভিন্ন গ্রাম ও চরান্ঞ্চলের উপর দিয়ে আকর্ষিক এ ঝড় এবং শিলা বৃষ্টি হয়েছে। এই ঝড় এবং শিলাবৃষ্টিতে উঠতি ফসল ভুট্রা, ধান,পাট, মরিচ,ফুল-ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশকিছু বাড়ি ঘরে গাছ পড়ে ক্ষতি হয়েছে।প্রায় তিনশতাধিক বাড়িঘরসহ শতাধিক গাছপালা দুমড়ে-মুচড়ে গেছে। তবে, কোথাও প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি, সংযোগ তারের ওপর গাছ পালা উপড়ে পরেছে। ঝড়ের তান্ডবে আধাপাকা টিনশেড ঘর, দোকানপাট, বিদ্যুৎতের খুঁটি, গাছপালা ভেঙে গেছে। এ সময় বিভিন্ন স্থানে ঘর, গাছের ডাক পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। শিলাবৃষ্টির কারণে দূর্বল পুরনো এবং পাতলা টিনের চাল ফুটো হয়ে গেছে। বোরো ধান, ভুট্টা ,মরিচ, পাট শিলাবৃষ্টির আঘাতে নষ্ট হয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী জানান, শীলাবৃষ্টিতে বোরো ধানসহ উঠতি ফসলের ক্ষতি হতে পারে। প্রকৃত ক্ষতি নির্নয় এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রনয়ন করতে মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান,ঝড়ের আঘাতে শতাধিক বাড়ি দুমড়ে-মুচড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত সহায়তা করা হবে।
আলোকিত প্রতিদিন/ ১১ এপ্রিল ,২০২২/ মওম