প্রতিনিধি, কালিয়াকৈর গাজীপুর
কালিয়াকৈর উপজেলার চা-বাগান বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । ২১ফেব্রুয়ারি সোমবার প্রথম প্রহরের দিকে চা বাগান বাজারে ৬টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে । এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দোকান মালিকরা । এলাকাবাসী এবং ফায়ার ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় , ওই বাজারের নুরুল আমিনের দোকানে প্রথমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পড়ে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের অন্য দোকান গুলোতে ছড়িয়ে পড়ে, আগুনে নুরুল আমিনের কনফেকশনারি দোকান, শাকিল হোসেনের কম্পিউটারের দোকান, শহিদুল ইসলাম মুদি, আবুল হোসেনের কনফেশনারী ইসলামের মুদি দোকান, এমারত হোসেনের টিভি ফ্রিজের শোরুম, কবির হোসেনের কনফেকশনারি ও – মালামাল পুড়ে যায়।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, চাবাগান বাজারে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই ঘটনার ক্ষয়ক্ষতির পরিমান জানতে পারেনি তিনি।
আলোকিত প্রতিদিন/ ২২ফেব্রুয়ারি ২০২২/মওম
- Advertisement -