আজ শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ ।   ২৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ

দিনাজপুরে আইডিইবির উদ্যোগে গণপ্রকৌশল দিবসের বর্ণাঢ্য র‌্যালী 

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

পিসি দাস

“সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে গণপ্রকৌশল দিবস ২০২১ ও আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। ৮ নভেম্বর সোমবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার আয়োজনে শহরের বালুবাড়ী শহীদ মিনার আইডিইবির প্রধান কার্যালয় হতে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। বেলুন-ফেস্টুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম। বক্তব্য পেশ করেন আইডিইবি জেলা শাখার সভাপতি ইঞ্জি. মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আব্দুল আউয়াল, সহসভাপতি প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, সাবেক সভাপতি প্রকৌশলী মো. আকরাম আলী মিয়া, যুগ্ম সম্পাদক সাজিউল ইসলাম সাজু, ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি লুৎফুল কবির বকুল প্রমুখ।

র‌্যালীতে সুপারস্টার এর দিনাজপুরের পরিবেশক মো. কামাল উদ্দিন ফিরোজ, টেরিটোরী ম্যানেজার রিয়াজুল হাসান রুবেল, মো. রবিউল হকসহ সুপার স্টারের স্টাফবৃন্দ, আইসিটি ক্লাব, বাকাছাপ দিনাজপুর, বাকাশিস, এসআরএ ইনস্টিটিউট সায়েন্স এন্ড টেকনোলজি, এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর ইনস্টিটিউব অব সায়েন্ট এন্ড টেকনোলজি, কালিতলাস্ত উত্তরণ পলিটেকনিক ইনস্টিটিউট, আনোয়ারা পলিটেকনিক ইনস্টিটিউট, পূনর্ভবা ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি’র শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ ছাড়াও আইডিইবি দিনাজপুর জেলা শাখার সহযোগী অঙ্গ প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ অংশ নেন।

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -