আজ সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৪ খ্রিস্টাব্দ

অস্বাস্থ্যকর ও নােংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেটের জরিমানা

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি,চট্টগ্রাম :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সােমবার(১৩ সেপ্টেম্বর) মহানগর এলাকায় মােবাইল কোর্ট পরিচালিত হয় । অভিযানকালে নগরের ডবলমুরিং থানাধীন মােগলটুলী কমার্স কলেজ রােডে অস্বাস্থ্যকর ও নােংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং বিক্রি করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে একটি বেকারী কারখানার বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫০ হাজার টাকা জরিমানা করা হয় । একই দিনে অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে আগ্রাবাদস্থ বেপারী পাড়া এলাকায় রাস্তা ও ফুটপাতের উপর অবৈধ ভাবে নির্মান সামগ্রী স্তুপ ও দোকানের মালামাল রেখে সর্বসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে ৫ টি মামলা রুজু পূর্বক ৯ হাজার জরিমানা করা হয় । আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে পৃথক এই অভিযান পরিচালিত হয় । অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগনকে সহায়তা প্রদান করেন।
আলোকিত প্রতিদিন/ ১৩ সেপ্টেম্বর ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -