প্রতিনিধি, বগুড়া
বগুড়ার সারিয়াকান্দিতে পুকুরের পানিতে ডুবে ৩ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার কামালপুর ইউনিয়নের হাওড়াখালী গ্রামে। শিশুটির নাম ওমর ফারুক। সে কাঁশাহার গ্রামের উজ্জ্বল আকন্দের ছেলে। উজ্জ্বল আকন্দ জীবিকার তাগিদে গতকাল সোমবার ঢাকা গেলে আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে শিশুটি তার মায়ের সাথে হাওড়াখালী গ্রামে তার নানা বাড়িতে যায়। শিশুটি সবার অজান্তে বাড়ির সামনে পুকুরের পাড়ে খেলতে খেলতে নিখোঁজ হয়ে যায় । তাকে দেখতে না পেয়ে তার মা ববিতা বেগম আশেপাশে বাড়ি ঘরে খোজাখুজি করে তার সন্ধান না পেয়ে কান্নাকাটি শুরু করে। পরে স্থানীয়রা এসে পুকুরে নেমে বিভিন্ন ভাবে খোঁজাখুঁজি করে দুপুর ১ টার দিকে শিশুটি মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদাইদুল ইসলামের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
আলোকিত প্রতিদিন/ ১৮ আগস্ট ২০২১/ আর এম
- Advertisement -


