বাংলা একাডেমির নতুন মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা

0
567

নিজস্ব প্রতিনিধি:
বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। তিন বছরের জন্য তাকে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বাংলা একাডেমি আইন ২০১৩ এর ধারা-২৬ (২) এবং ধারা ২৬ (৩) অনুযায়ী প্রথিতযশা কবি মুহম্মদ নূরুল হুদাকে তিন বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ করা হলো। প্রসঙ্গত, কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে গত ২৪ মে মারা যান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। এর পর থেকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির সচিব এএইচএম লোকমান।
১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের পোকখালিতে জন্মগ্রহণ করেন কবি মুহম্মদ নূরুল হুদা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়ণের সময় সাহিত্য অঙ্গনে প্রভাব ফেলতে শুরু করেন তিনি। পরে বাংলা একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
কবির উল্লেখযোগ্য কিছু সাহিত্য কর্ম: জন্মজাতি (১৯৯৪), মৈনপাহাড় (১৯৯৫), ব্যাঙ কুমার, চাঁদের বুড়ো চাঁদের বাড়ি, ছোটদের বেগম রোকেয়া, ছোটদের মাইকেল মধুসূদন দত্ত, ছোটদের রবীন্দ্র জীবনী, ছোটদের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, দেখা হলে একা হয়ে যাই, রাজার পোশাক, রবীন্দ্র প্রকৃতি ও অন্যান্য, সাত্ ও অন্যান্য, সাত ভাই চম্পা, তুমি যদি জালদাস আমি জালদাসি, শুক্লা শাকুন্তালা, আমি একটি খাস প্রজাপাত্র চাই, শোভাজাত্রা দ্রাবিড়াভ প্রতি, মাটির নিচে কাট কয়লা হাজার বছর কাতর, আমরা তামাটে জাতি, বার বছরের গল্প, তেলাপোকা, স্বাধীন জাতির স্বাধীন পিতা, হুদা-কথা, আমিও, রোহিঙ্গা শিশু, হাজার নদীর দেশ, কবিতার ভবিষ্যৎ ও অন্যান্য প্রসঙ্গ, কবিতার কৌশল, দুটি লাল পাখি ও সব্যসাচী ইত্যাদি।
বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৮ সালে তিনি পান বাংলা একাডেমি পুরস্কার। কর্মজীবনে জার্মানি, জাপান, আমেরিকা, হাওয়াই, লন্ডন, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, বেইজিং, শ্রীলংকা, তুরস্ক প্রভৃতি দেশে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেন তিনি, পেয়েছেন নানা সম্মাননা। জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা ২০১৫ সালে পান একুশে পদক।

আলোকিত প্রতিদিন /১৩ জুলাই,২০২১ / দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here