যুক্তরাষ্ট্রে পশুদের শরীরে করোনার টিকা প্রয়োগ শুরু

0
1124
আন্তর্জাতিক: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর দুঃসময় টানা দেড় বছরের বেশি সময় ধরে চলছে। এতে জনজীবনসহ সারা বিশ্বই স্থবির ও বিপর্যস্ত হয়ে গেছে। করোনা থেকে রক্ষা পেতে এবং স্বাভাবিক জীবনে ফিরতে বিশ্বব্যাপী চলছে করোনার ভ্যাকসিন বা টিকাদান কর্মসূচি। তবে প্রয়োজনীয় টিকা সংকটের কারণে টিকাদানে অনেক পিছিয়ে আছে বিশ্বের বেশিরভাগ দেশ। এক্ষেত্রে ব্যতিক্রম কেবল যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র নামক দেশের বেশিরভাগ মানুষকে টিকা দেওয়ার পাশাপাশি এবার উত্তর আমেরিকার এই দেশটিতে শুরু হয়েছে পশুদের শরীরে করোনার টিকা প্রয়োগের কাজ। সংবাদমাধ্যম ডয়চে ভেলের সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি চিড়িয়াখানায় বাঘ, ভালুক এবং সিংহকে করোনার টিকা দেওয়া হয়েছে। টিকা নেওয়ার পর তারা সুস্থও আছে। উল্লেখ্য যুক্তরাষ্ট্রের একটি চিড়িয়াখানায় প্রথম পশুর শরীরে করোনাভাইরাসের নমুনা পাওয়া গিয়েছিল। এরপর কেটে গেছে অনেক সময়। দেশটিতে করোনার ভয়াবহ প্রকোপে ৬ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সারা বিশ্ব করোনা মহামারিতে বিপর্যস্ত হলেও যুক্তরাষ্ট্র অবশ্য দ্রুত টিকাদান কর্মসূচি শুরু করে। দেশটির বহু মানুষের দ্বিতীয় টিকা নেওয়াও হয়ে গেছে। মাস্ক পরা আর সেখানে বাধ্যতামূলক নয়।
আলোকিত প্রতিদিন /৫ জুলাই /২০২১ / এম এইচ সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here