আজ বৃহস্পতিবার, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

সারাদেশে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৮২ জন

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আলোকিত প্রতিদিন: রোববার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  জানানো হয় যে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে  ৮২ জনের মৃত্যু হয়েছে।মৃত‌দের ৭১ জন সরকা‌রি হাসপাতা‌লে, ৮ জন বেসরকা‌রি হাসপাতা‌লে ও ৩ জন বাসায় মারা যান। এদের ম‌ধ্যে পুরুষ ৫৫ ও নারী ২৭ জন। ফলে করোনা  ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়াল  ১৩ হাজার ৫৪৮ জনে। পূর্বে ২৯ এপ্রিল সর্বোচ্চ ৮৮ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা আক্রান্ত  হয়েছেন ৩৬৪১ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ২৬২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২৩১টি।এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ২৭ হাজার ৭৩৪টি। নমুনা পরীক্ষার তুলনায় দেশে করোনা  শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন। ‌মোট মৃত ৮২ জ‌নের মধ্যে দশ থেকে বিশ বছরের মধ্যে ১ জন,বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে ২ জন,ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে ৯ জন,চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে ১১ জন,পঞ্চশ থেকে ষাট বছরের মধ্যে ২১ জন,ষা‌টোর্ধ্ব ৩৮ জন ।সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভা‌গে ৩২, ঢাকায় ২১,রাজশাহীতে ১২, চট্টগ্রামে ৯, ময়মনসিংহে ৪ জনে,, সিলেটে ২,বরিশালে ১জন, রংপুরে ১ জন।

আলোকিত প্রতিদিন/ ২০জুন, ২০২১/আর এম

- Advertisement -
- Advertisement -