আজ বুধবার, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ ।   ১৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ

গজারিয়ায় খাল খননে ভবেরচরবাসির মুখে নেই হাসি: আতঙ্কে জমি চাষীরা

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি,গজারিয়া:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ভবেরচর ইউনিয়নে প্রায় দীর্ঘ ১৩ কিলোমিটার খাল খননের মাধ্যমে লক্ষীপুরা, আলিপুরা আনারপুরা, ভবেরচর, চরপাতালিয়া, মাথাভাঙ্গা পৈককারপাড় সহ আট থেকে নয় গ্রামের সাধারণ নারী পুরুষ ও কৃষকদের মনে আতঙ্ক বিরাজ করছে। স্বপ্ন পূরণ না হওয়ায় এলাকাবাসীর মুখে ফুটেনি হাঁসি। পৈককারপাড়, আলিপুরা ,শ্রীনগর, পাতালিয়া গ্রামের একাধিক নারী পুরুষ জানান জনগণের শত্রুতা আর জমির ক্ষতি করছেন সাধারণ মানুষের কল্যান না করে ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোঃ লিটন ভবেরচর ইউনিয়নের বিভিন্ন গ্রামের আশেপাশে জমি ভরাট ও খাল খননের মাধ্যমে সাধারণ কৃষকের ধানি জমিগুলো মাটি দিয়ে ভরাট করে ফেলছেন। সরেজমিনে দেখা যায় ভবেরচর ইউনিয়নের মধ্যে ৮থেকে ৯ টি গ্রামের আশেপাশে দীর্ঘ প্রায় ১৩ কিলোমিটার খাল খনন এর নামে মাটি ও কাদামাটি দিয়ে ফসলি জমি গুলো কে নষ্ট করেছেন। বাস্তবায়নে ভবেরচর ইউনিয়ন বাসীদের মধ্যে হতাশ কৃষকদের মুখে হাসি নেই ও প্রাণে সঞ্চার হয়েছে নতুন ভয় । দীর্ঘ চল্লিশ বছরের শুকনো এবং ভরাট খাল খননে নামে গ্রামবাসী পেয়েছে নদীর কাদামাটি । আশা ভেঙ্গে গেছে কৃষকদের স্বপ্ন গেছে। । আনারপুরা গ্রামের বাদল আজমীর কামাল প্রধান, সরকার বাড়ির আবুল জানান বর্তমান সময়ে নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোঃ লিটন জনগণের কোন ভালো কাজ জনকল্যাণমূলক কিছু করেনি । আমাদের জানা ৭০ থেকে ৮০ বছর বয়সের মধ্যে কত জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে । মানুষের কল্যাণে নানামুখী উন্নয়নের কাজে নিরলস , নিরহংকার ভাবে ভবেরচরবাসী জনগণের কল্যাণে আর্থিক ও শারীরিক পরিশ্রমের মধ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করেছেন তার আগের জনপ্রতিনিধিরা । খনন খালের আশেপাশে অবস্থিত সাধারণ নারী পুরুষ জানান সরকারি জনকল্যাণমুখী খাল খননের নামে গ্রামের সাধারণ মানুষ যেমন অতিত স্বপ্ন ভঙ্গ হয়েছে তেমনি খাল গুলোকে নষ্ঠ করে দিয়েছে। প্রকৌশলী মোহাম্মদ ইশতিয়াক আহমেদ জানান খাল খনন প্রকল্প বাস্তবায়নের সুষ্ঠভাবে করলে এলাকার কৃষক সেচ সুবিধা সহ মৎস্য চাষ সুবিধা পাবে এলাকার মানুষ। ইউপি সদস‍্য কয়েক জন জানান ভবেরচর ইউনিয়নে একাধিক গ্রামের আশেপাশে জমি ভরাট হওয়া খাল পুনরুদ্ধার এবং খননের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণের কথা বিবেচনা না করে , কৃষি জমি গুলোকে নষ্ঠ করেছে। এতে করে কৃষকদের কাঙ্খিত ফসল নিশ্চিত হবেনা খাল খনন এর জন‍্য।

আলোকিত প্রতিদিন/ ১ জুন, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -