[bangla_time] | [bangla_day] | [bangla_date] | [english_date] | [hijri_date]

ভারতে এবার দেখা মিলল কুকুর ছিড়ে খাচ্ছে কভিড মৃত দেহ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় ভারতে যেমন বাড়ছে মৃত্যুর মিছিল তেমনি দেখা যাচ্ছে করুন দৃশ্য যা দেখে শিউরে উঠে মানুষ। ভারতে সম্প্রতি উত্তরপ্রদেশ ও বিহারের নদী বেয়ে বয়ে চলা মৃতদেহের সারি ঘিরে বিতর্ক তৈরী হয়েছিল। এবার উত্তরাখণ্ডের  নদীর ধারেও দেখা গেল ভয়ংকর দৃশ্য।

মঙ্গলবার সকালে উত্তর কাশীতে ভাগীরথী নদীর তীরে দেখা গেল নদীর জলে ভেসে আসা অর্ধদগ্ধ, পচা লাশ ছিঁড়ে খাচ্ছে কুকুরের দল। এক প্রত্যক্ষদর্শীর জানায়, ঘাটের পাশে আমি ছবি আঁকছিলাম। তখনই দেখতে পাই আধপোড়া দেহগুলো ছিঁড়ে খাচ্ছে রাস্তার কুকুরেরা। জেলা প্রশাসন ও পুর প্রশাসনের উচিত দ্রুত এবিষয়ে ব্যবস্থা নেওয়া। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়।

আলোকিত প্রতিদিন / সা হা

- Advertisement -
- Advertisement -