ভারতে করোনা থেকে বাঁচতে সাপের মাংস ভক্ষণ

0
443

আন্তর্জাতিক ডেস্ক : এবার সাপের মাংসের মধ্যে করোনাভাইরাসের মুক্তি খুজছেন তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার পেরুমলপত্তি গ্রামের বাসিন্দা ভাদিভে। ইন্টারনেটে ভাইরাল হওয়া এক ভিডিওতে ভাদিভেলিকে  সাপের মাংস খেতে দেখা গিয়েছিল। স্বাভাবিক ভাবেই এমন ভিডিও দেখে শিউরে উঠেছিলেন নেটিজেনরা। এরপরই পরিবেশবিদরা খবর দেন পুলিশকে। শেষ পর্যন্ত ভাদিভেলিকে শনাক্ত করে ফেলে পুলিশ। গ্রেফতারের পর অভিযুক্ত ব্যক্তিকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানাও করে পুলিশ। জানা যায়, সাপটি খাওয়ার সময় অভিযুক্ত নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।  অনেকেই তাকে উৎসাহিত করতেন সাপ খাওয়ার ব্যাপারে এমন অভিযোগও পাওয়া যায়। তবে উসকানিদাতাদের ব্যাপারে তদন্ত করছে পুলিশ।

করোনার দাপট শুরু হওয়ার পর থেকেই এই অভ্যাস তিনি শুরু করেছেন বলে জানিয়েছেন ভাদিভেল। শুধু সাপ নয় ভারতে করোনার ওষুধ হিসেবে গো-মুত্র ভক্ষণ করাও অনেক পুরনো। ভারতের। চিকিৎসকরা বলছেন এ সমস্ত কর্মকান্ড সম্পূর্ণ অবৈজ্ঞানীক এবং অস্বাস্থ্যকর। যা শরীরে বড় ধরনের ক্ষতি বয়ে আনতে পারে।

আলোকিত প্রতিদিন / সা হা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here