নিজস্ব প্রতিবেদকঃ করোনা (কোভিড-১৯) ভাইরাস শনাক্তে নতুন করে স্থাপন করা হয়েছে আরও একটি আরটি-পিসিআর ল্যাবরেটরি। বরিশালের ভোলায় চালু হয়েছে নতুন এ ল্যাব। এ নিয়ে দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে মোট পরীক্ষাগারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮১টিতে। রোববার (২৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি ৮১টি পরীক্ষাগারের তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪৪১টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭৮টি নমুনা। এর মধ্যে নতুন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৫৭ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫৪ জন। ফলে এ নিয়ে মারা গেলেন ২ হাজার ৯২৮ জন। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ১১ হাজার ৫৫৮টি। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৯২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জনে।
আলোকিত প্রতিদিন/২৬ জুলাই’২০/এসএএইচ