সংবাদদাতা, কুমিল্লাঃ “এগিয়ে আসছে করোনা জয়ী পুলিশ প্লাজমায়, বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায়, দৃঢ় হোক পুলিশ-জনতা বন্ধন।” ওই শ্লোগানকে সামনে রেখে শনিবার (২৫ জুলাই) সকালে জেলা পুলিশ লাইনে পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম’র ডাকে সাড়া দিয়ে জেলার ১৭ টি উপজেলার করোনা আক্রান্ত ৫৬ জন পুলিশ সদস্য যারা করোনা যুদ্ধে জয়লাভ করেছেন এবং পূর্ণ সুস্থ আছেন তারা স্বেচ্ছায় মানবতার পাশে ২য় বারের মত কুমিল্লা জেলা পুলিশ সদস্যদের মধ্যে থেকে প্লাজমা ডোনেটের জন্য এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ- ব্লাড ব্যাংকে। এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম বলেন, মাবতার সেবায় আজ জেলার ৫৬ জন করোনাজয়ী পুলিশ সদস্য স্বেচ্ছায় প্লাজমা ডোনেটের জন্য বাংলাদেশ পুলিশ-ব্লাড ব্যাংকে যাচ্ছেন । এর আগে গত ৯ জুলাই প্রথমবারের মত ২৭ জন পুলিশ সদস্য প্লাজমা ডোনেট দান করেছিলেন কুমিল্লা থেকে। প্লাজমা ডোনেট দান করারপর পূর্বের ২৭ জন সদস্য কেমন আছেন ? জানতে চাইলে তিনি বলেন- সবাই সুস্থ ও ভালো আছেন। বৈশ্বিক মহামারী করোনায় যেমনটা ক্ষতি করছে তেমনি মানবতার সেবায় মানবদরদী ‘মানুষ’ মানুষের পাশে দাড়িয়েছে। মানবতার ভালোবাসার জয়ে জয়ী হউক করোনায় আক্রান্ত মানুষ। ওই মহৎ উদ্যোগকে হৃদয় ভরে গ্রহণ করে জেলার সফল পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম ২য় বারের মত ৫৬ জন প্লাজমা ডোনেট দানকারী পুলিশ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/২৫ জুলাই’২০/এসএএইচ