আবু সায়েম, কক্সবাজারঃ কক্সবাজার শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেরিন ড্রাইভে অভিযান পরিচালনা করে ২ হাজার ৫শত ইয়াবাসহ রামু উপজেলার রশিদ নগরের মিজানুর রহমানকে আটক করা করেছে। বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টায় কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন কলাতলী বেলী হ্যাচারী মোড় মেরিন ড্রাইভ রোডস্থ শফি ভাতঘর দোকানের সামনে থেকে তল্লাশী চালিয়ে ঐ মাদক পাচারকারীকে ২ হাজার ৫শত পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। আটককৃত মিজানুর রহমান (৩২) রামু উপজেলার রশিদ নগর এলাকার মোজাহের আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকবিরোধী প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/২৩ জুলাই’২০/এসএএইচ