আবু সায়েম,কক্সবাজারঃ কুতুবদিয়া হবে পর্যটকদের জন্য দর্শনীয় স্থান রবিবার (১৯ জুলাই) দক্ষিণ ধুরুণ বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন কুতুবদিয়ার অফিসার ইনচার্জ একেএম সফিকুল আলম চৌধুরী। কুতুবদিয়া থানার এসআই মোসলেহ উদ্দিন বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দক্ষিণ ধূরুন ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ চৌধুরী। জানা যায়, সম্প্রতি নবাগত ওসি যোগদানের পর থেকে জনগনের নিকট প্রত্যক্ষ সেবা নিশ্চিতকরণে কুতুবদিয়ার ৬ ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করে কুতুবদিয়ার অবহেলিত এবং অসহায় মানুষের জন্য সেবার দ্বার উন্মোচন করেছেন তিনি। থানা সূত্রে জানায়, বিট পুলিশিং কার্যক্রমের মৌলিক উদ্দেশ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করা। জনগণ যাতে প্রাপ্য সেবাসমূহ তড়িৎ মুহুর্তে সমাধান পায় সেজন্য বিট পুলিশিং এর উৎপত্তি। সম্প্রতি কুতুবদিয়ায় চৌকস ওসি যোগদানের পর থেকে কুতুবদিয়া থানায় দিন-রাত এক করে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন ওসিসহ তাঁর টিম। ইতোমধ্যে, মাদক উদ্ধার, জলদস্যু গ্রেপ্তার অস্ত্র উদ্ধারসহ অসংখ্য আাসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। জলদস্যু, মাদক ব্যবসায়ীদের জন্য জিহাদ ঘোষণা করেছেন কুতুবদিয়া থানার ওসি। মাদক ব্যবসায়ী, জলদস্যুদের ধরতে প্রতিনিয়ত চালানো হচ্ছে বিশেষ অভিযান, রয়েছে রেড জোন। অনেকে নবাগত ওসির হুঁশিয়ারী শুনে এলাকা ছেড়েছে। বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কুতুবদিয়ার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, কুতুবদিয়া হবে পর্যটকদের জন্য দর্শনীয় স্থান। নিরাপদ মডেল দ্বীপ হিসেবে পরিণত হবে কুতুবদিয়া। জনগণের সেবা কেন্দ্রে রুপান্তর করা হবে কুতুবদিয়া থানাকে। ইতোমধ্যে যোগদানের পর থেকে মাদক, অস্ত্রধারী এবং জলদস্যুদের বিরুদ্ধে এ্যাকশন শুরু হয়েছে। পুলিশের অভিযানের খবর পেয়ে অনেক সন্ত্রাসী এলাকা ছেড়েছে। কুতুবদিয়া থানা পুলিশ অধিকতর সচেষ্ট রয়েছে নিরাপদ দ্বীপ রুপান্তরে। তিনি আরো বলেন, বিট পুলিশিং এ প্রতিটি ইউনিয়নে একজন করে সাব- ইন্সপেক্টর দুজন এএসআই এবং একজন কনস্টেবল থাকবে। তারা প্রতিদিন প্রতিটি ইউনিয়নে ঘটনার দ্রুত তড়িৎ সমাধান করে দিবেন এবং অভিযোগ গ্রহণ করবেন। বিট পুলিশিং এর মাধ্যমে সন্ত্রাসী কর্মকান্ড হ্রাস, ইভটিজিং রোধ, বাল্য বিবাহ বন্ধ এবং মাদক অনেকাংশে কমে আসবে। মানুষ পাবে তাঁর প্রাপ্য সেবা। জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে পুলিশি সেবা। এসময় কুতুবদিয়া থানার ওসি ( তদন্ত) আনেয়ার হোসাইন, দক্ষিণ ধূরুন ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি সাইফুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/১৯ জুলাই’২০/এসএএইচ