চট্রগ্রামের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত কক্সবাজার সদরের এসআই কাঞ্চন 

0
332

প্রতিনিধি,কক্সবাজারঃ চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ এসআই ( তদন্তকারী) কর্মকর্তা  হিসেবে নির্বাচিত হয়েছেন কক্সবাজার সদর মডেল  থানার চৌকস পুলিশ কর্মকর্তা কাঞ্চন দাশ । এপ্রিল  মাসের সার্বিক কার্যক্রম বিবেচনাপূর্বক বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক পিপিএম,বিপিএম (বার) এর সভাপতিত্বে চট্টগ্রাম পুলিশের ডিআইজির কার্যালয়ে মাসিক কল্যাণসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে সার্বিক কার্যক্রম বিবেচনাপূর্বক কক্সবাজার সদর মডেল  থানার এসআই কাঞ্চন দাশকে চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ এসআই ( তদন্তকারী) কর্মকর্তা হিসেবে সম্মানাস্বরুপ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল ফয়েজ (ক্রাইম), কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন( (বিপিএম) বার এবং চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের সকল পুলিশ কর্মকর্তাগণ । উল্লেখ্য যে, কক্সবাজার সদর  মডেল থানায় এসআই কাঞ্চন দাশ যোগদানের পর থেকে মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, অস্ত্র উদ্ধার শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার সর্বোপরী সদর থানাকে নিরাপত্তার চাদরে আচ্ছাদিত করতে অগ্রণী ভূমিকা পালন করেন। ফলশ্রুতিতে তারঁ এ কৃতিত্বের জন্য চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ এসআই( (তদন্তকারী) কর্মকর্তা  হিসেবে পুরস্কার লাভ করেন। চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় কাঞ্চন দাশ  বলেন, প্রতিটি পুরস্কার আসলে খুবই ভালো লাগে। কার্যক্ষেত্রে কাজের গতিকে তরান্বিত করে, প্রেরণা সৃষ্টি করে। তিনি আরো বলেন, মাদকমুক্ত সদর মডেল থানা গড়তে আমি যে প্রতিশ্রুতি নিয়ে যোগদান করেছিলাম.তা বাস্তবায়ন করার জন্য আমার মানসিক ও শারীরিক শ্রম অব্যাহত থাকবে। সদর থানাকে মডেল থানায় বাস্তাবায়ন করতে আমার সকল কার্যক্রম বিদ্যমান থাকবে। আমার পুরস্কারের পেছনে যারা আমাকে উৎসাহ উদ্দীপনা এবং কর্মক্ষেত্রে সাহস যুগিয়েছেন কক্সবাজারের সুযোগ্য পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) ইকবাল হোছাইন, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মোহাঃ শাহজাহান কবির এবং কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত খায়রুজ্জামান স্যার।

 

আলকিত প্রতিদিন/১৭ জুলাই’২০/এসএএইচ 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here