আজ বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ।   ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার বুড়িচংয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

সংবাদদাতা,কুমিল্লাঃ কুমিল্লার বুড়িচংয়ে ডাকাত দলের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ। বুধবার (১৫ জুলাই) গভীররাতে উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের মহিষমারা সাকিনস্থ ফাইভ স্টার ফিস ফিট ফ্যাক্টরী হইতে পঞ্চাশ ৫০ গজ দক্ষিণে কুমিল্লা টু বিপাড়া পাকা রাস্তার পার্শ্ব হইতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাতদলের সদস্যদের কে গ্রেফতার করে  বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক’র নেতৃত্বাধীন পুলিশ বাহিনী। আজ বৃহস্পতিবারে (১৬ জুলাই) পৃথক  দুটি মামলা রুজু করে গ্রেফতারকৃতদের কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করা হয়। পুলিশি সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক’র নেতৃত্বে  এস আই নন্দন চন্দ্র সরকার, এসআই মোঃ মিন্নত আলী, এএসআই মোঃ মহসীন আলম, এএসআই মোঃ মেসবাহ আলম, এএসআই মোঃ ওয়াহিদ উল্লাহসহ তার সঙ্গীয় ফোর্স  নিয়ে বুড়িচং থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও রাত্রিকালীন টহল অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ০৪নং ষোলনল ইউনিয়নের মহিষমারা সাকিনস্থ ফাইভ স্টার ফিস ফিট ফ্যাক্টরী হইতে পঞ্চাশ ৫০ গজ দক্ষিণে কুমিল্লা টু বিপাড়া পাকা রাস্তার পার্শ্ব হইতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাতদলের সদস্যদের কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-১. মোঃ বাবুল হোসেন(৪৪) পিতা-মৃত আরব আলী, মাতা-অফুলা খাতুন গ্রামঃ এতাবারপুর(ওয়ারিশ বাড়ি),থানা- চান্দিনা, কুমিল্লা, ২. মোঃ বিল্লাল হোসেন (৩০) পিতা- জয়নাল আবেদীন প্রধানীয়া মাতা-রেহেনা আক্তার গ্রামঃ ডুব্বী (প্রধানীয় মসজিদ বাড়ী) থানা- মতলব উত্তর, চাঁদপুর, ৩. মোঃ রবিউল আউয়াল জিসান (২৫) পিতা- জয়নাল আবেদীন, মাতা- ছালেহা বেগম, গ্রাম- মহিদপুর (মোল্লা বাড়ী), থানা- বরুড়া, কুমিল্লা, ৪. মোঃ নুরু মিয়া (৬০), পিতাঃ মৃত-  রেজু মিয়া, মাতা- সুফিয়া বেগম, গ্রাম- শিকারপুর(ষোলনল ইউপি), থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি দেশীয় লোহার পাইপগান, ৪ রাউন্ড কার্তুজ, ১টি লম্বা কিরিছ, ১টি লোহার তৈরি দা, ১টি লোহার দা, ১টি স্টীলের চাপাতি, ১টি এসএস স্টীলের পাইপ, ১ টি লোহার পাইপ, ১টি লোহার রডসহ গ্রেফতার করেন। থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক(পিপিএম)বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা রুজু করিয়া জেল হাজতে প্রেরণ করা হয়।

 

আলোকিত প্রতিদিন/১৬ জুলাই’২০/এসএএইচ

 

- Advertisement -

 

- Advertisement -
- Advertisement -