প্রতিনিধি,দিনাজপুরঃ দিনাজপুর শহরের বাহাদুর বাজার মহল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের প্রহারে ৪ জন আহত হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, দিনাজপুর শহরের বাহাদুর বাজার মহল্লায় গত ১২ জুলাই রাতে তুচ্ছ ঘটনা নিয়ে কোরবান লালুসহ তাদের পরিবারের ৪/৫ জন জোট বেধে মাহমুদ আলমের পুত্র মোঃ সেলিমকে অশ্লিল ভাষায় গালমন্দ করে। তাদের আচরণে সেলিম প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সেলিমের শরীরের বিভিন্ন অংশে প্রহার করে। সেলিমের চিৎকারে তার স্ত্রী মদিনা বেগম কন্যা শোভা আক্তার এবং বড় বোন মাইমুন নেসা তাকে রক্ষা করতে এগিয়ে এলে তারা তাদেরকেও বেধড়ক প্রহার করে। তাদের প্রহারে মাইমুন নেসার মাথা ও মুখে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। আহতদের আত্মচিৎকারে চারপাশের লোকজন এগিয়ে এলে তারা সন্ত্রাসী কায়দায় তাদেরকে ভয়ভীতি দেখিয়ে সটকে পড়ে। এলাকাবাসীরা আহতদের চিকিৎসার জন্য এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ প্রাইভেট ডাক্তারের কাছে নিয়ে যায়। এ ব্যাপারে সেলিম ৪ জনকে আসামী করে কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করে। এ বিষয়ে আহতরাসহ এলাকাবাসী জানায়, শাহাজাদা ওরফে লালুগং মাদক বেচাকেনাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের ভয়ে কেউ কোনো কথা বলা তো দূরের কথা কানাকানি করারও সাহস পায় না। তাদের এহেন কার্যকলাপের বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমুলক শাস্তি কামনা করছেন এলাকাবাসী।
আলোকিত প্রতিদিন/১৫ জুলাই’২০/এসএএইচ