আবু সায়েম,কক্সবাজারঃ কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের উত্তর হাজীর পাড়ার চায়ের দোকানি ফোরকানকে ১০০০ পিস ইয়াবাসহ আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। সোমবার (১৩ জুলাই) রাত ১১টায় উপজেলা গেট এলাকায় ফোরকার আহমদের চায়ের দোকানে সদর থানার এসআই কাঞ্চন দাশের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ তাকে আটক করেছে। আটক চা দোকানি ফোরকান ঝিলংজা উত্তর হাজীপাড়ার গুরা মিয়ার পুত্র ও জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার সদর উপজেলা শাখার সভাপতি ও ঝিলংজা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহর সহোদর। এলাকাবাসী জানায়, কক্সবাজার সদর ঝিলংজা খাদ্য গুদামের সামনে একটি চায়ের দোকানের আড়ালে ফোরকান দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলো। ইয়াবা কারবার করে বিপুল টাকার মালিক বনে গেছে। এছাড়া আব্দুল্লাহ শ্রমিকলীগের সভাপতি ও কমিউনিটি পুলিশিং হওয়ায় তার ভাই ফোরকান এলাকায় কায়েম করেছে সন্ত্রাস ও মাদকের রাম রাজত্ব। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চায়ের দোকানের মধ্যে পকেটে থাকা ১০০০ পিস ইয়াবাসহ ফোরকানকে আটক করতে সক্ষম হয় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মোহাঃ শাহজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসন মাদকের বিরুদ্ধে হার্ডলাইনে। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না। অপরাধী চক্রকে নিশ্চিহ্ন করতে ব্যাপক গণসচেতনতার পাশাপাশি এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে পুলিশকে। তথ্য প্রদানকারীর নাম ঠিকানা জীবন নিরাপত্তার স্বার্থে গোপন রাখা হবে। তিনি আরো জানান, আটককৃত ফোরকান দীর্ঘদিন যাবত চা দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা পরিচালনার কথা স্বীকার করেছে। ধৃত ইয়াবা কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/১৫ জুলাই’২০/এসএএইচ