প্রতিনিধি,কক্সবাজারঃ কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ায় পানি সরবরাহ প্রকল্পের আওতায় কক্সবাজার পৌরসভায় পাইপলাইন স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দেশের ৩৭ টি উপজেলায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের আওতায় কক্সবাজারে পাইপলাইন স্থাপন কাজের উদ্বোধন করেছেন-স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পৌর মেয়র মুজিবুর রহমান ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক এবং কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ঋত্বিক চৌধুরী প্রমুখ।
আলোকিত প্রতিদিন/১২ জুলাই’২০/এসএএইচ