প্রতিনিধি,কক্সবাজারঃ কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা প্রশাসনের পক্ষথেকে নবাগত ওসি একেএম সফিকুল আলম চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে করেছেন কুতুবদিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোহাঃ জিয়াউল হক মীর । বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টায় কুতুবদিয়া উপজেলা প্রশাসনের মিটিং এ যোগদান করলে নবাগত ওসিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় উপজেলা প্রশাসনের পক্ষথেকে। এসময় কুতুবদিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নবাগত ওসি কুতুবদিয়া উপজেলাকে মাদক, সন্ত্রাস, জলদস্যুমুক্ত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
আলোকিত প্রতিদিন/৯ জুলাই’২০/এসএএইচ