সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বজ্রপাতে মোজাহিদ মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত শিশু মোজাহিদ একই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। বুধবার (৮ জুলাই) দুপুরে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কবিলপুর সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মোজাহিদ তার ভাই সুজন ও মেহেদী হাসানের সাথে বাড়ির পাশে একটি খালে মাছ ধরছিলো। এসময় বজ্রপাতে মোজাহিদ ঘটনাস্থলে মারা যায় এবং সুজন ও মেহেদী হাসান গুরুতর আহত হয়।
আলোকিত প্রতিদিন/৮ জুলাই’২০/এসএএইচ