সংবাদদাতা,টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে এই করোনা মহামারিতেও প্রতিদিন হাজার হাজার ইয়াবা জব্দ করছে আইনশৃঙ্খলা বাহিনী।মাদকপাচারকারীরা আইনের আওতায় আসলেও প্রকৃত ইয়াবা ব্যবসায়ীরা এখনো ধরাছোঁয়ার বাহিরেই রয়েছে। এবার কোস্টগার্ড জওয়ানেরা মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে। বুধবার (১ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের জওয়ানেরা ইনানীবীচ সংলগ্ন মেরিন ড্রাইভে সন্দেহভাজন হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার মো: রফিকের ছেলে মো: ইব্রাহীম (২০) কে আটক করে। কোস্টগার্ড সূত্রে জানা যায়, গত ১ জুলাই রাত ৯টার দিকে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের জওয়ানেরা ইনানী বীচ সংলগ্ন মেরিন ড্রাইভে সন্দেহভাজন হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার মো: রফিকের ছেলে মো:ইব্রাহীম (২০) কে আটক করে। তার দেহ তল্লাশী করে ১৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।
আলোকিত প্রতিদিন/২ জুলাই’২০/এসএএইচ