কুমিল্লায় করোনায় নতুন আক্রান্ত ৬২, মোট ৩৫৬২ এবং সুস্থ ৭৯

0
320

সংবাদদাতা,কুমিল্লাঃ কুমিল্লায় নতুন করে মহামারি করোনা ভাইরাসে ৬২ জন আক্রন্ত হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫৬২ জনে। একই সময়ে করোনা ভাইরাস থেকে নতুন করে সুস্থ হয়েছে ৭৯ জন। ফলে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৩২ জন। বুধবার (১ জুলাই) বিকালে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নতুন আক্রান্ত ৬২ জনের  মধ্যে সিটি করপোরেশনে ২৩ জন, আদর্শ সদরে ২,বড়ুরায় ৩, মনোহরগন্জে ২, সদর দক্ষিণে ২, লাকসামে ৩, লালমাইতে ১, চান্দিনায় ১৩, হোমনায় ২, তিতাসে ১, দাউদকান্দিতে ২, দেবীদ্বারে ৬, লাঙ্গলকোটে ২ জন। জেলায় নতুন করে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ জন। এর মধ্যে সিটি করপোরেশনের ৪৫ জন,  সদর দক্ষিণে ৪, দেবীদ্বারে ১,বুড়িচংইয়ে ৭,লালমাইয়ে ৪,লাঙ্গলকোটে ১৫, মনোহরগন্জে ৩ জন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন । জেলায় করোনায় আক্রান্ত শনাক্তে সর্বমোট নমুনা প্রেরন করা হয় ১৯১৩৪টি, এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৮২৩৭ টি।

 

আলোকিত প্রতিদিন/১ জুলাই’২০/এসএএইচ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here