দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু আরও ৪৫, আক্রান্ত ৪০১৪, সুস্থ ২০৫৩

0
430

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনা (কভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে ছে আরও ৪ হাজার ১৪ জন । এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৪১ হাজার ৮০১ জনে। একই সময় দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে আরও ৪৫ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭৮৩ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন। ফলে দেশে এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা মোট ৫৭ হাজার ৭৮০ জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭৫ শতাংশ। সোমবার (২৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।  তিনি ৬৫টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৪১৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের সংগ্রহ করাসহ মোট পরীক্ষা করা হয় ১৭ হাজার ৮৩৭টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৭ লাখ ৪৮ হাজার ৩৪টি। তিনি জানান, নতুন করে যে ৪৫ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৩৬ ও নারী ৯ জন। এ নিয়ে করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট মারা গেলেন ১ হাজার ৭৮৩ জন। আক্রান্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ২৭ শতাংশ। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে আরও ১ হাজার ২৮ জনকে এবং এ পর্যন্ত আইসোলেশনে নেয়া হয়েছে ২৫ হাজার ৮৩৮ জনকে। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬০৯ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১০ হাজার ৮৯৬ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১৪ হাজার ৯৪২ জন।

 

আলোকিত প্রতিদিন/২৯ জুন’২০/এসএএইচ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here