হোমনার (ইউএনও) তাপ্তি চাকমা করোনায় আক্রান্ত

0
331

সংবাদদাতা,কুমিল্লাঃ কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)তাপ্তি চাকমা প্রাণঘাতী করোনায়  আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা.মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার। রবিবার (২৮ জুন) দুপুরে এ জানতে চাইলে তিনি বলেন ইউএনও তাপ্তি চাকমা, তার গাড়ির চালক ও ২ জন সহকারীর নমুনা পরিক্ষার ফলাফলে শনিবার সন্ধায় করোনা ভাইরাস পজেটিভ আসে। তিনি আরো বলেন, উপজেলায় মোট করোনায় আক্রান্ত ১০৯ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন । এখন পর্যন্ত উপজেলায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাদিয়া ভূইয়া বলেন, শ্রীঘই ইউএনও তাপ্তি চাকমা মানবতার সেবায় পূর্ণসুস্থ হয়ে আবার তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। হোমনার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফজলুল করিম বলেন, তিনি সুস্থ ও সচেতন আছেন ওনার জন্য দোয়া রইলো জয়ী হয়ে আবার ফিরে আসবেন আমাদের মাঝে তার প্রশানিক ভূমিকায়। ওই দিকে, করোনা যোদ্ধে হার নামানা সৈনিক ইউএনও তাপ্তি চাকমার করোনায় আক্রান্ত হওয়ায় খবরে হোমনা উপজেলার সাধারন মানুষ তার সুস্থতা কামনায় ব্যাকুলতা প্রকাশ করেছেন। অনেকে নিজ নিজ ফেইজবুকে স্ট্যাটাস দিয়ে তার সুস্থতা কামনা করেছেন।  জানাগেছে,উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা করোনা সংকটের শুরু থেকেই হোমনাবাসীর পাশে থেকে সার্বক্ষণিক দায়িত্বপালন করেছেন। করোনার সংকটকালীন সময়ে সম্মুখ সাহসী যোদ্ধা হিসেবেই তাকে মনে করেন হোমনা উপজেলাবাসি।

 

আলোকিত প্রতিদিন/২৮ জুন’২০/এসএএইচ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here