বীরগঞ্জ উপজেলার কিছু অঞ্চল বন্যার পানিতে প্লাবিত

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

শাহিনুর ইসলাম,বীরগঞ্জ (দিনাজপুর): আষাঢ়ের প্রবল বর্ষণ আর উজানের পানি প্রবাহের কারণে বীরগঞ্জ উপজেলার কিছু কিছু অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষায় বীরগঞ্জ-পীরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নির্মায়মান সেতুর পাশে ডাইভারশন সড়কটি ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।  ৮নং ভোগবগর ইউনিয়নের গান্ডারা আশ্রয়নের লোকজন পার্শ্ববর্তী একটি স্কুলে আশ্রয় নিয়েছে। উপজেলার ৬নং নিজপাড়া খলসীহাট বাজার সংলগ্ন এলাকা আংশিক বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ৩নং শতগ্রাম, ১১নং মরিচা, ২নংপলাশবাড়ী, ৪নং পাল্টাপুর, ৫নং সুজালপুর ইউনিয়নসহ ১১টি এবং বীরগঞ্জ পৌরসভার আংশিক বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। একদিকে বৈশ্বিক মহামারি করোনা ক্লান্তিকাল অব্যাহত, অপরদিকে বন্যা কবলিত হচ্ছে। ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়ন অফিসারসহ বীরগঞ্জ উপজেলা প্রশাসন বন্যা কবলিত এলাকাসমূহ পরিদর্শন করেছে।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুন ‘২০/এসএএইচ

 

- Advertisement -
- Advertisement -