আজ বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ।   ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

বগুড়ায় র‌্যাবের অভিযানে ১৭৫ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

সংবাদদাতা,বগুড়াঃ বগুড়ায় র‌্যাবের অভিযানে ১৭৫ কেজি গাঁজাসহ মাহাফুজার রহমান মাসুম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত মাসুম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। বৃহস্পতিবার রাত ১০.৩০ মিনিটে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় মাসুমের জীপ গাড়ি ( ঢাকা মেট্রো-ঘ-১১-৭৭৭৪) তল্লাশি চালিয়ে ১৭৫ কেজি গাঁজা পাওয়া যায় এবং আসামীর নিকট হইতে ২টি মোবাইল, ২টি সীম এবং নগদ ৫০০/-(পাঁচশত) টাকা উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি গ্রেফতারকৃত মাসুম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যর চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় মাসুমের জীপ গাড়িতে তল্লাশি চালিয়ে ১৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাসুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুন’ ২০/এসএএইচ

 

- Advertisement -
- Advertisement -