অতিরিক্ত পুলিশ সুপারসহ কক্সবাজার সদরে ৭ জন করোনা পজিটিভ 

0
345

আবু সায়েম,কক্সবাজারঃ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলামসহ কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) খায়রুজ্জামান, পরিদর্শক ( ইন্টেলিজেন্স)  মফিদুল হক, এসআই আবুল কালাম আজাদ, এএসআই মাসুম খান, কামাল হোসেন,  ইমাম হোসেন এবং রাশেদ খানসহ মোট ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত  হয়েছেন।  কক্সবাজার মেডিকেল কলেজ থেকে গত ২১ থেকে ২৪ জুনের নমুনা টেষ্টে তাদের রিপোর্ট পজিটিভ আসে। করোনা ভাইরাস পরিস্থিতিতে ফ্রন্টলাইনে থেকে মানুষকে প্রত্যক্ষ সেবা দিয়ে যাচ্ছেন কক্সবাজার জেলা পুলিশ। তারই অংশ হিসেবে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ৭ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পুলিশ সূত্রে জানায়, চেকপোস্টসহ মানুষকে প্রত্যক্ষ সেবা দেওয়ায় কক্সবাজার জেলা পুলিশের এখন পর্যন্ত মোট ১০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপসর্গ অনুযায়ী তাদের চিকিৎসাসেবা প্রদান করছেন বলে জানিয়েছেন জেলা পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মোহাঃ শাহজাহান কবির জানান, চেকপোস্টে ডিউটি, ইমার্জেন্সি ফুড সার্ভিস, মধ্যবিত্তদের খাদ্য সহায়তাসহ জনগণকে প্রত্যক্ষ সেবা দেওয়ায় দুইজন পরিদর্শক, একজন এসআইসহ মোট ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইনের দিক নির্দেশনা মোতাবেক করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এ ব্যাপারে কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন বিপিএম ( বার) বলেন, দায়িত্ব ও জনগণকে সেবা প্রদান করতে গিয়ে বর্তমানে কক্সবাজার জেলা পুলিশের ১০৩ জন করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন উপসর্গ অনুযায়ী তাদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। যারা স্বাভাবিক আছেন তাদেরকে হোটেল ভাড়া করে আলাদা রুমে রাখা হচ্ছে। যাবতীয় খাদ্যসহ সকল সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে।  আর যাদের অবস্থা আরেকটু খারাপ তাদেরকে কক্সবাজার সদর হাসপাতাল এবং উখিয়া আইসোলেশন হাসপাতালে পাঠানো হচ্ছে। আর যাদের খুবই ভয়াবহ অবস্থা তাদেরকে ঢাকা পুলিশ হেডকোয়ার্টারের অধীনে আইলোশেন হাসপাতালে পাঠানো হচ্ছে। তিনি আরো জানান, জেলা পুলিশের পক্ষথেকে করোনা রোগীদের ব্যাপারে প্রতি মুহুর্তে খোঁজ খবর নেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ তারা সকলে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। জেলা পুলিশের সকল করোনায় আক্রান্ত রোগীদের সুস্থতার জন্য জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন পুলিশ সুপার।

 

আলোকিত প্রতিদিন/২৫ জুন’২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here