আগামীর জন্য দরকার শক্তিশালী প্রশাসন-আলী ইমাম মজুমদার

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

সংবাদদাতা,কুমিল্লাঃ মহামারী করোনা ভাইরাসের ফলে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা। সামাজিক দুরত্ব নিশ্চিতকল্পে বন্ধ রয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। সংকটকালে সমসাময়িক বিভিন্ন বিষয়ে চিন্তা আর আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা চলমান রাখার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা দল (Social Research Group) এর নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় ওয়েবনারের (ওয়েব সেমিনার) ১৩ তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। ‘মহামারী পরবর্তী সময়ে আমলাতন্ত্রের জন্য নতুন প্রতিবন্ধকতা’ নিয়ে ভার্চুয়াল আলোচনার প্লাটফর্ম জুমে, গ্রুপের উদ্যোগে (১৯ জুন) শুক্রবার সন্ধ্যা সাতটায় ওয়েবেনার, (ওয়েব সেমিনার) অনুষ্ঠিত হয়। ওই ওয়েবনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রি পরিষদ সচিব আলী ইমাম মজুমদার। তার আলোচনায় মহামারী পরবর্তী সময়ে আমলাতন্ত্রের প্রতিবন্ধকতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় তিনি বলেন, ‘শক্তিশালী প্রশাসন ছাড়া বাংলাদেশ সরকার আগামী দিনের প্রতিবন্ধকতা মোকাবলা করতে পারবেন না।’ ওই প্রেস বিজ্ঞপ্তির আলোচনার  তথ্য মোতাবেক (২০ জুন) রাত প্রায় সাড়ে নয় টায় ওই সাবেক মন্ত্রি পরিষদের সচিবকে বর্তমান প্রশাসনের কর্ম দক্ষতার বিবরণী কেমন ? তা জানতে চাইলে তিনি বলেন – ভালো, তবে আরও সমৃদ্ধি হলে উন্নয়নের ধারা উন্নতি করা সম্ভব। এছাড়াও উক্ত ওয়েবনারে মহামারী পরবর্তী সময়ে আমলাতন্ত্রের নতুন প্রতিবন্ধকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপের (Social Research Group)  সমন্বয়ক এবং একই বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহা’র পরিচালনায় ওয়েবনারটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

আলোকিত প্রতিদিন/২৩ জুন’২০/এসএএইচ

 

- Advertisement -
- Advertisement -