শ্রীপুরে প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

0
283

আলমগীর হোসেন, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে প্রেমিক লাদেন হাসান সুমন শেখ ওরফে শুটার লাদেনের (২০) বিরুদ্ধে প্রেমিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। লাদেন উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামের আকতার হোসেনের ছেলে। এ ঘটনায় ওই প্রেমিকার মা বাদী হয়ে প্রেমিকের বিরুদ্ধে রবিবার (২১ জুন) শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ প্রেমিক লাদেনকে গ্রেফতার করে সোমবার (২২ জুন) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান জানান, কিশোরী প্রেমিকার বাড়ী উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে। পরিবারের সাথে সে পাশের মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের আব্দুর রশীদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণীতে লেখাপড়া করে। কিশোরী স্কুলে আসা-যাওয়ার পথে প্রেমিক লাদেন তাকে প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিতো ও উত্যক্ত করতো। ঘটনাটি কিশোরী তার মা’কে জানালে তিনি লাদেনের বাবাকে জানান। এরপর থেকে লাদেন কিশোরীকে আরো বেশি উত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে লাদেন বিয়ের আশ্বাস দিলে কিশোরীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিশোরী জানায়, হাসান নামে এক বন্ধুর মাধ্যমে লাদেনের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের পর থেকে লাদেন তাকে প্রায়ই বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করতো। এক পর্যায়ে লাদেনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় দেড় বছর চলে তাদের এ সম্পর্ক। গত শুক্রবার (১৯ জুন) বিকেলে প্রেমিক লাদেন বিয়ে করার কথা বলে প্রেমিকাকে তাদের বাড়ী থেকে ডেকে নিয়ে শ্রীপুর পৌরসভার সিএন্ডবি এলাকার একটি পার্লারে নিয়ে যায়। সেখানে প্রেমিক তাকে ধর্ষণ চেষ্টা করে। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে প্রেমিক লাদেন দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগীতায় কিশোরী রাত ৮ টায় তার বাড়ীতে পৌছে। পরে ঘটনাটি তার মা’কে জানালে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হয়। স্থানীয়রা লাদেনের অভিভাবকের সাথে কয়েকদফা যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হলে কিশোরীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেন। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোরীর মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আসামী লাদেনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২২ জুন’২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here