নোয়াখালীতে করোনায় আক্রান্তদের জন্য দুটি আইসিইউ-ভেন্টিলেটর দিলেন ওবায়দুল কাদের

0
409

সংবাদদাতা,নোয়াখালীঃ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নোয়াখালী কোভিড হাসপাতালের জন্য সর্বাধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ দুটি আইসিইউ-ভেন্টিলেটর দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজস্ব তহবিল থেকে তিনি এ ভেন্টিলেটর দুটি প্রদান করেন। সোমবার (২২ জুন) স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের কাছে ভেন্টিলেটর দুটি হস্তান্তর করেন তিনি। এসময় ওবায়দুল কাদের বলেন, নোয়াখালী কোভিড অস্থায়ী হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থাসহ নোয়াখালী সদর হাসপাতালের পুরাতন ভবন ভেঙ্গে আধুনিক মানের হাসপাতাল করার দরপত্র আহ্বান করা হয়েছে। এছাড়া নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার পরিধি আরো বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-০৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর করোনাকালীন সংকট মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশংসা করেন। এছাড়া সরকারের পাশাপাশি জেলার সামর্থ্যবানদের স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

 

আলোকিত প্রতিদিন/২২ জুন’২০/এসএএইচ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here