সংবাদদাতা,নাটোরঃ নাটোরে করোনা (কভিড-১৯) ভাইরাস প্রতিরোধের লক্ষে জনগণকে সচেতন করার জন্য ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত করোনা (কোভিড-১৯) ভাইরাস প্রতিরোধ পক্ষ পালন করা হবে। নাটোর করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির উদ্যোগে আজ রবিবার (২১ জুন) পথসভা, পিকেটিং ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে বেলা সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোরের সিভির সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা স্বাস্থ্যবিধি অনুসরণ ,সামাজিক দুরত্ব মেনে চলা এবং মাস্ক পরিধানের উপর গুরুত্বারোপ করেন। একই সাথে আজকে থেকে মাস্ক পরিধান না করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী প্রদান করেন। পরে পথচারী , অটো ও রিকাসা চালকদের মধ্যে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ , পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী জলি।
আলোকিত প্রতিদিন/২১ জুন’২০/এসএএইচ