সংবাদদাতা,নোয়াখালীঃ কোভিড-১৯ আক্রান্ত হয়েও আসামিকে নিয়ে অভিযানে যাওয়ায় নোয়াখালীর সোনাইমুড়ি থানার ওসি আব্দুস সামাদকে প্রত্যাহার করা হয়েছে।জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন (১৯ জুন) শুক্রবার বলেন, বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ওসি সামাদকে প্রত্যহার করে জেলা সদরের শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী কোভিড -১৯ হাসপাতালে পাঠানো হয়েছে।তার জায়গায় সোনাইমুড়ি থানার ওসির দায়িত্বে এসেছেন ফেনীর পুলিশ পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিন। পুলিশ সুপার বলেন, করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ৯ জুন নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে ওসি আব্দুস সামাদের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। ১৫ জুন তার রিপোর্টে করোনা ভাইরাস পজিটিভ আসে।নিয়ম অনুযায়ী এরপর তার আইসোলেশনে থাকার কথা। কিন্তু সামাদ তা না করে গত ১৭ জুন ঢাকার কদমতলী থানার মোহাম্মদবাগ এলাকা থেকে গ্রেফতার হওয়া হত্যা মামলার আসামি মীর হোসেন মীরাকে (২০) নিয়ে সোনাইমুড়ি থানা এলাকায় অস্ত্র উদ্ধারে বের হন বলে জানান পুলিশ সুপার আলমগীর।“এতে মীরা ছাড়াও একাধিক পুলিশ সদস্য ওসির সংস্পর্শে যান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হয়।” পুলিশ সুপার বলেন, “একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব হল মানুষকে নিয়ম কানুন মেনে চলতে উদ্বুদ্ধ করা। কিন্তু সামাদ নিজেই নিয়ম ভেঙ্গে কর্তব্যে অবহেলা করেছেন; সেই সঙ্গে পুলিশের ভারমূর্তি ক্ষুণ্য় করেছেন। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
আলোকিত প্রতিদিন/১৯ জুন’২০/এসএএইচ