সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন। জানাযায়, আজ বুধববার (১৭ জুন) সকালে ফেনী থেকে আগত ৭ জন যাত্রী গাইবান্ধা থেকে সিএনজি অটোরিকশা যোগে তাদের নিজ বাড়ি সাঘাটার ভরতখালী ইউনিয়নের ভাঙ্গামোড়ে আসারপথে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে বাদিয়াখালীর রিফাইতপুর বটতলা মসজিদের দানবাক্সের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শিশু খালেকুল (১০) মারা যায়। এছাড়াও মারাত্বক আহত হয়েছেন মা খুকি বেগম, বড়বোন আফরিন ( ১৪), ছোট বোন বিবি আয়সা( ৭)এবং চাচি লাজু বেগম । আহতদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/১৭ জুন ‘২০/এসএএইচ