::নিজস্ব প্রতিবেদক::
করোনায় সারাদেশে শনিবার (৬ জুন) পর্যন্ত পুলিশের ৬ হাজার সদস্য আক্রান্ত হয়েছেন। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা যায়।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে পুলিশ সদস্যরা। আক্রান্তদের চিকিৎসা সহায়তাসহ আক্রান্ত ব্যক্তির লাশ দাফনেও সক্রিয় ভূমিকা পালন করছে পুলিশ। পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী শনিবার (৬ জুন) পর্যন্ত সারাদেশে ৫৯৯৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য রয়েছেন এক হাজার ৮০৯ জন। সারাদেশে কোয়ারেন্টিনে আছেন ৬ হাজার ৭২৩ জন পুলিশ সদস্য। আইসোলেশনে রাখা হয়েছে এক হাজার ৯৯৫ জন পুলিশ সদস্যকে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪৪৫ জন। পুলিশে কর্মরত একজন সিভিল সদস্যসহ এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন পুলিশ সদস্য।