সৈয়দ এনামুল হুদা: মানিকগঞ্জে নতুন করে ৮৮ জন করোনা (কভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৮৭ জনে। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে ৪৯, মৃত্যুবরণ করেছে ২ এবং করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। শুক্রবার (৫ জুন) জেলা সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য জানান। এসময় তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় ৮৮ জন আক্রান্তের রিপোর্ট পাওয়া গেলেও আসলে এ রিপোর্ট ২ এবং ৩ জুনের নমুনা পরিক্ষার রিপোর্ট। অপরদিকে ৪ এবং ৫ জুনের নমুনা পরিক্ষার রিপোর্ট এখনো পাওয়া যায়নি। জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার কারণ সম্পর্কে তিনি জানান,রাষ্ট্রীয়ভাবে সকল অফিস আদালত চালু হওয়ায় মানুষের চলাফেরা বেড়েছে। এমনকি অনেকেই ঢাকা থেকে এসেও অফিস করছেন। যার ফলে জেলায় দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। নতুন আক্রান্ত ৮৮ জনের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ২৮, সাটুরিয়ায় ২৪, শিবালয়ে ১৩, ঘিওরে ৮, সিংগাইরে ৭ , হরিরামপুরে ৬ এবং দৌলতপুর উপজেলার ২ জন রোগী রয়েছে। এ নিয়ে মোট সদর উপজেলায় ৭৬ জন, সাটুরিয়ায় ৫২ জন, শিবালয়ে ২৩ জন, ঘিওরে ৪৫ জন, সিংগাইরে ৫৯ জন, হরিরামপুরে ২৮ জন এবং দৌলতপুরে ৪ জন আক্রান্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৮৭ জনে।এ পর্যন্ত জেলায় মোট করোনা টেস্ট করা হয়েছে ৩১১১ জনের।
আলোকিত প্রতিদিন/৫ জুন ‘২০/এসএএইচ