মানিকগঞ্জের সিংগাইরে ৬ শত মসজিদে সরকারি অনুদান প্রদান করলেন এমপি মমতাজ

0
390

মানিকগঞ্জ,প্রতিনিধি: ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৬ শত মসজিদে ৩০ লাখ টাকার অনুদান দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৪জুন) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মানিকগঞ্জ -২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম এ অনুদানের চেক স্ব স্ব মসজিদের ইমামদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। চলমান মহামারি করোনা মোকাবেলায় মসজিদে আগত মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় জীবানু নাশক সামগ্রী ক্রয়ের জন্য মসজিদ প্রতি ৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানা গেছে।
চেক বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা, সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা, ওসি আব্দুস সাত্তার মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোসাঃ আনোয়ারা খাতুন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমান শহিদ, ইউপি চেয়ারম্যানদ্বয় মোঃ রমজান আলী, মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ওবায়দুর রহমান, ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাসান মিরু প্রমুখ।

 

আলোকিত প্রতিদিন/৫ জুন ‘২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here