মানিকগঞ্জে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২৩ , মোট ১৯৯

0
396

মানিকগঞ্জ,প্রতিনিধিঃ মানিকগঞ্জে ২৪ ঘন্টায় আরোও ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন । ফলে এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৯৯ জনে ।
বুধবার (০৩ জুন) সন্ধ্যায় মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন ।
সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে সিংগাইর উপজেলায় ৫২ , মানিকগঞ্জ সদর উপজেলায় ৪৮, ঘিওর উপজেলায় ৩৭ , সাটুরিয়া উপজেলায় ২৮ , হরিরামপুর উপজেলার ২২ , শিবালয় উপজেলায় ১০ এবং দৌলতপুর উপজেলায় ২জন। সর্বমোট জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে ১৯৯ জন আক্রান্ত হয়েছে । তিনি বলেন, এ পর্যন্ত মোট দুই হাজার ৭৭৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। এর মধ্যে দুই হাজার ৩৭৫টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেছে ১৯৯ জনের দেহে। আক্রান্তরা জেলার বিভিন্ন হাসপাতালে এবং ১১৪জন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। আর এপর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৪২জন। স্বাস্থ্য বিধি না মানলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলেও তিনি জানান।

 

আলোকিত প্রতিদিন/৩ জুন ‘২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here