সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মুরাদ হোসেন (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। গত (২ জুন) মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট রোডের এপেক্স বিল্ডিং সংলগ্ন এলাকায় একটি ধান বোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনা স্থলেই নিহত হন মুরাদ হোসেন। নিহত মুরাদ হোসেন উপজেলার সাপমারা ইউনিয়নের খামার পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। এ অবস্থায় ট্রাকের চালক ও হেলপার গাড়ী রেখে পালিয়ে যায়।
আলোকিত প্রতিদিন/৩ জুন ‘২০/এসএএইচ