সংবাদদাতা,গাইবান্ধা: বাংলাদেশে যখন করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমন সময়ে সরকারি আদেশ অমান্য করে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারে পশুর হাটে স্বাস্থ্যবিধি এবং শরীরিক দুরত্ব মানা হচ্ছে না। প্রশাসন যেন দেখেও না দেখার ভান করছে। আজ (২ জুন) মঙ্গলবার বিকালে দেখা যায় দারিয়াপুরের পশুর হাটে পাইকার, খামারিসহ সাধারণ মানুষের সমাগম ঘটে। মানুষ গাদাগাদি করে পশুর পাশে দাড়িয়ে কেনা-বেচা করছে। স্বাস্থ্য বিধি মোতাবেক পশু থেকে দুরত্ব বজায় রাখতে পরামর্শ দেওয়া হলেও মানুষ তা মানার প্রয়োজন বোধ করছে না। মানুষ যেভাবে পশুর হাটে ভীড় করছে এতে করে করোনা সংক্রমণের ঝুঁকি বৃদ্ধির আশস্কা করছে সচেতন মহল।
আলোকিত প্রতিদিন/২ জুন ‘২০/এসএএইচ