রাজধানীর দক্ষিণ মেয়র তাপসের পক্ষে আরও দুই থানায় খাদ্য বিতরণ করলেন যুবলীগনেতা মধু

0
781

::জোছনা মেহেদী::
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশ মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে কদমতলী ও শ্যামপুর থানার ৫৩ ও ৬০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে ১২০০ পরিবারকে খাদ্য বিতরন করা হয়েছে। পাশাপশি ঈদ উপহারও বিতরণ করা হয়। গতকাল (১৭ মে) মেয়র তাপসের পক্ষে দক্ষিণ যুবলীগ সহ-সভাপতি আহম্মদ উল্লাহ মধু এই খাদ্য বিতরণ করেন।
এ সময় তিনি কভিড=১৯ রোগে আক্রন্ত হয়ে যাত্রাবাড়ী থানার ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তিনি দেশবাসীকে আরও সর্তকতার সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবেলার অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান হাওলাদার মুনির, যুবলীগ মহানগর দক্ষিণের সহ-সভাপতি আবু সাঈদ মোল্লা, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন তপু, আওয়ামী লীগের ধর্মবিষায়ক উপকমিটির সদস্য এ কে আজাদ সরকার, দক্ষিণ যুবলীগ সহসম্পাদক মো. ইমরান খান প্রমুখ।
খাদ্য বিতরণ কর্মসূচির ব্যবস্থাপনায় ছিলেন যুবলীগ মহানগর দক্ষিণের নেতা শেখ রবিউল ইসলাম ও মো. হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here