আজ বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ।   ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

মেয়র তাপসের হাতে দক্ষিণ সিটি হবে সব সিটির রোল মডেল : ত্রাণ বিতরণকালে যুবলীগ নেতা মধু

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

::জোছনা মেহেদী::
‘ঈদের আনন্দ সবার। কারো মনেই কষ্ট থাকবে না। বর্তমান অঘোষিত লকডাউন শিথীলের পর কিছু অফিস সীমিত আকারে খোলা হলেও অনেকে বেতন পাচ্ছেন না বলে আমরা জেনেছি। ফলে মানবেতর অবস্থায় রয়েছেন অনেক মধ্যবিত্ত। তাদের কাছে ঈদ ফিঁকে হয়ে এসেছে করোনাকালীন পরিস্থিতির কারণে। এমনিতেই এবারের ঈদ মানে নিজেকে রক্ষা করা। তার ওপর কঠিন অবস্থায় রয়েছেন অনেকে। এই পরিস্থিতি বেশি দিন থাকবে না। আমাদের মেয়র মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সর্বদা আপনাদের সাথে আছেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথে তিনি সব ভাবে দক্ষিণ সিটি করপোরেনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার প্রথম পদক্ষেপ কর্মদিবসের দ্বিতীয় দিনেই আপনারা দেখেছেন।’
আজ (১৮ মে) কোতয়ালী ও শ্যামপুর এবং সদরঘাট এলাকায় দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে উপহার সামগ্রী ও খাদ্য এবং ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন দক্ষিণ মহানগর যুব লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আহম্মদ উল্লাহ মধু।
মধু বলেন, ‘ইতোমধ্যে দক্ষিণ সিটি করপোরেশনকে পাপমুক্ত করতে পদক্ষেপ শুরু করে দিয়েছেন আমাদের মাননীয় মেয়র। দায়িত্ব বুঝে নেওয়ার দ্বিতীয় দিনেই দুর্নীতিগ্রস্থ দুই কর্মকর্তাকে চাকুরিচ্যুতও করেছেন। দক্ষিণ সিটিকে আমরা অচিরেই আদর্শ হিসাবে দেখতে যাচ্ছি। মেয়র তাপসের হাতে দক্ষিণ সিটি হবে সব সিটির রোল মডেল।

জানা যায়, আজ মেয়র তাপসের পক্ষে কোতয়ালী ও শ্যামপুর থানায় এবং সদরঘাটের টার্মিনালে ৩৭ ও ৪৭ নং ওয়ার্ডে ১ হাজার ১০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ঈদ উপহার ও খাদ্যও বিতরণ করা হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ যুবলীগ সহ-সভাপতি আবু সাঈদ মোল্লা, যুবমহিলালীগ সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর জবা, কোতোয়ালী থানা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন তপু, আওয়ামীলীগের ধর্মবিষায়ক উপকমিটি সদস্য এ কে আজাদ সরকার, দক্ষিণ যুবলীগ সহসম্পাদক মো. ইমরান খান প্রমুখ।
ব্যবস্থাপনায় ছিলেন মো. সাইফুল ইসলাম খান ও মো. লিটন।

- Advertisement -
- Advertisement -